দিনলিপি

কলেজ শুরুর অপেক্ষা ও বৃষ্টি

মাসউদ আহমাদ

১২ জুন ২০১৭


সকাল থেকে বৃষ্টি পড়ছে। অনলাইনে কাজের পর আজ কলেজে যেতাম ভর্তি নিশ্চায়ন করতে, তা যেতে পারলাম না। বৃষ্টি মাথায় করে, বৃষ্টি ছাতায় করেই যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু মা-আব্বা ‘না’ করেছেন, তো আর কী করে যাই।

তর সইছে না। তিন মাস ধরে কষ্টের অপেক্ষা চলছে, এই মাসটাও অপেক্ষা করেই কাটাতে হবে কলেজ শুরু হওয়ার। ঈদের আনন্দের কথা যত না মনে আসছে, মনে আসছে শুধু কলেজের কথা। কেন এমন হচ্ছে তা ঠিক বুঝতে পারছি না।

Related Articles

Back to top button
error: উঁহু, কপি করতে চান নাকি!