
হ্যারি পটার নিয়ে লেখাগুলো পড়েও বিস্মিত হতে হয়। এটা এ সিরিজের আসক্তির কারণে না। এর কাহিনি এত বিস্তৃতভাবে লেখা আর এটা নিয়ে আলোচনা এত বেশি যে বিস্মিত হতেই হয়। একে পুরো ইতিহাসের মতো বানিয়ে ফেলা হয়েছে। ভারতবর্ষের পূর্বকালের লেখকদের লেখা হলে এটা একটা মহাভারত হতো আর পূজনীয় হতো। হগওয়ার্টসের চার প্রতিষ্ঠাতা গড্রিক গ্রিফিন্ডর, হেলগা হাপলপাফ, রোয়েনা র্যাভেনক্ল ও সালাজার স্লিদারিন হয়ে যেত দেব-দেবী। কারণ হ্যারি পটারের ইতিহাসে তারাও ঐন্দ্রজালিক ক্ষমতার মাধ্যমে নানাকিছু করে গিয়েছে। এটা লেখাও হয়েছে এরকম যে একে নিয়ে বিস্তর আলোচনা করা যাবে।
এর অতিরিক্ত প্রচার ও সেইসঙ্গে লেখিকার লেখার কৌশলও এর জনপ্রিয়তার কারণ হয়েছে। একবার ভাবছিলাম তাকে জাদুবিদ্যার মোটামুটি সকল তথ্যই সরবরাহ করা হয়েছে। আর তিনি সবকিছুই এই সিরিজে নিয়ে এসেছেন।
এতে কাহিনি কী পরিমাণ প্যাঁচানো হয়েছে তা ভাবলেও আমি বিস্মিত হই। এই যেমন পড়তে গিয়ে হঠাৎ হাত থেকে মোবাইল ছেড়ে দিই। অস্ফুটস্বরে বিস্ময় প্রকাশ করি৷
বইটি সংগ্রহ করতে নিচের অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করুন—
(বইয়ের নামের ওপর ক্লিক করুন)