
বার্ট্রান্ড রাসেলের কোনো এক বইয়ে ডন কুইক্সোট সম্পর্কে একটি মন্তব্য পড়েছিলাম। তখন বুঝতে পারিনি এটি একটি কাল্পনিক চরিত্র। বার্ট্রান্ড রাসেল কী লিখেছিলেন তা মনে নেই। মন্তব্যটা খাতায় টুকে রাখার মন করেছিল, কিন্তু টুকে রাখিনি।
সারভান্তেস লিখেছিলেন ডন কুইক্সোট। লেখক সম্পর্কে আর কিছু জানি না। তার এ বইটি ছাড়া আর কোনো বই পড়িনি।
বই পড়ে পড়ে কখনো কোনো পাঠক যে পাগল হয়ে যেতে পারে তা বেশ চমৎকার ফুটিয়ে তোলা হয়েছে এ বইতে।
ডন কুইক্সোট একটি কাল্পনিক চরিত্র, এমনকি যে ব্যক্তি ডন কুইক্সোট তার মূল নাম ডন কুইক্সোট নয়। কাল্পনিক লোকটা তার আসল নাম পরিবর্তন করে কাল্পনিক নাম নিয়েছিল।
সে যাইহোক। ডন কুইক্সোট শত শত বই পড়েছিল আগেকার নাইটদের নিয়ে। নাইটরা একসময় কতরকম বীরত্বের কাজ করেছে, দেশে দেশে তাদের ছড়িয়ে থাকা, মানুষের বিপদে-আপদে সবসময় তাদের এগিয়ে যাওয়া, জীবন বাজি রাখার প্রয়োজন হলে জীবন বাজি রাখা, এইসব পড়ে পড়ে ডন কুইক্সোট তাদের মতো হয়ে ওঠার জন্য অনুপ্রাণিত হয়েছিল। তারপর আর কী! সে একজন নাইট হয়েছে।
নাইট নিজে নিজে হওয়া যায় না। নাইট উপাধিটা পেতে হয় প্রধানত রাজার কাছ থেকে, বা অনেক বড় কোনো ব্যক্তির কাছ থেকে অথবা দরিদ্র অসহায় কোনো লোকের সহায়তা করে কেউ তার কাছ থেকেও নাইট উপাধি পেতে পারে।
কোনো রাজা তো ডন কুইক্সোটকে নাইট উপাধি দেয়নি, তাই আমাদের এই মহান নায়ক নাইট উপাধির জন্য সাধারণ মানুষের কাছে ছুটে বেড়িয়েছেন।
বইটি সংগ্রহ করতে নিচের অ্যাফিলিয়েট লিংকটি ব্যবহার করুন—
ডন কুইক্সোট ও ক্যাপ্টেনস কারেজিয়া
(বইয়ের নামের ওপর ক্লিক করুন)