বইপাঠ

মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে, ড. রাগিব সারজানি

মাসউদ আহমাদ

কারা আপনার মুখে লুকমা তুলে ধরেছিল? কাদের সম্পদে বড়াই করে চলেছেন?

থামুন, অনেক হয়েছে!

এই পৃথিবীর অন্ধকার গতিপথ কারা ঘুরিয়েছিল? কারা এতে সমৃদ্ধির সূচনা করেছিল? কাদের করুণায় পৃথিবী আজ এত রঙিন? কারা চোখ মেলেছিল বলে আপনি আজ সভ্যতা চেনেন? পাশ্চাত্যজাতি?

অহহ! আপনার শিশুসুলভ সরলতায় আমি কৃতার্থ হলাম!

কারা মানবিকতার, জ্ঞানবিজ্ঞানের ঢেউ তুলেছিলেন—আলো-ঝলকানো মশাল তুলে ধরেছিলেন অনেক উঁচুতে? কারা জগতের ঘোর নিরানন্দ, অপরিচ্ছন্নতা-ধূসরতাগুলো ধুয়েমুছে সাফ করেছিলেন? বিষণ্ন পৃথিবীর চেহারায় কারা হাসি ফুটিয়েছিলেন? গ্রিক সভ্যতার মনীষীরা?

অহহহ! আপনার জ্ঞান ও চিন্তার দৈন্যে আমার করুণা হচ্ছে।

গতিসূত্র কারা আবিষ্কার করেছিলেন? নিউটন? গ্যালিলিও?

অহ!

কারা প্রথম পৃথিবীর নিখুঁত মানচিত্র এঁকেছিলেন? চিকিৎসাকে কারা শাস্ত্রে পরিণত করেছিলেন? গ্রিক ও পুরা-আধুনিক পশ্চিমা শাস্ত্রবিদরা?

অহ!!

কারা সমুদ্রবিজ্ঞানের সুসজ্জিত গবেষণা উপহার দিতে আরম্ভ করেছিলেন? কারা ভূতত্ত্বের সুসমৃদ্ধ সূত্রপাত করেছিলেন? কারা প্রথম প্রাকৃতিক শক্তিসমূহের সফল ব্যবহারকারী?

কে সমাজবিজ্ঞানের রূপকার?

কারা ইতিহাসবিদ্যার, গণিতের, জ্যামিতির, পদার্থ-রসায়নের, আবহবিদ্যার, মহাকাশবিজ্ঞানের প্রথম ব্যবহারিক জাগরণ এনেছিলেন?

কারা এখনো অদ্বিতীয় অনেক জ্ঞানশাস্ত্রের জনক?

কারা একসময়ের অত্যাশ্চর্য এমন প্রযুক্তিরও উদ্ভাবক যেগুলো আজকের দিনেও স্বপ্ন ও কল্পনা বলে বোধ হয়?

মুসলিমজাতি।

নির্মল সবুজ পৃথিবীর স্বপ্ন দেখা মুসলিমজাতি।

পৃথিবীকে আলোয়-সৌরভে জ্ঞান ও গৌরবে ফুলে-ফসলে ভরে তোলা মুসলিমজাতি।

আপনি জানেন মুসলিমজাতি বিশ্বকে আরও কত কী দিয়েছে? আপনার বিস্ময়াভিভূত হওয়ার আরও কত কী বাকি আছে? আর আমার, আমাদের কত গর্ব ও বড়াই করার রয়েছে? কত উচ্চকণ্ঠে আমরা কথা বলার অধিকারী? কত উন্নত হওয়া চাই আমাদের শির? অথচ আমরা কত বিনয়ী এতদিন!

‘মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে’—আমাদের এ আয়োজন সবার, সব মানুষের জন্য।

প্রখ্যাত ঐতিহাসিক ড. রাগিব সারজানির অনবদ্য এই রচনা—‘মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে’।

বইটি সংগ্রহ করতে নিচের অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করুন—

মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে, ১-৪ খণ্ড, হার্ডকভার

মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে, ৪ খণ্ড (২ ভলিউমে স্টুডেন্ট এডিশন) (হার্ডকভার)

(বইয়ের নামের ওপর ক্লিক করুন)

Related Articles

Back to top button
error: উঁহু, কপি করতে চান নাকি!