দিনলিপি

বান্ধবী ও তিনটা বন্ধ ফ্যান

মাসউদ আহমাদ

১ জুলাই ২০১৭


কলেজে ক্লাস শুরুর প্রথম দিনের অভিজ্ঞতাটুকু লিখে রাখি। ক্লাসটি ছিল পরিচিতিমূলক, স্যার-ম্যাডাম ও আমাদের।

শরীফুল ইসলাম ভুঁইয়া স্যার, ‘ইসলামের ইতিহাস ও সংস্কৃতি’ পাঠদান করেন তিনি। একটি ক্লাসে আমাদের মানবিক শাখার সকলকে ডেকে নিয়ে কথা বলতে আরম্ভ করলেন। স্যার বললেন, ‘তোমাদের সবার পরিচয় নিয়ে তো লাভ নেই, আমার মনে থাকবে না। তবে আমারটা তোমাদের মনে থাকতে পারে।’… পরিচয় জানানোর একপর্যায়ে তিনি বললেন, ‘আর কিছু তোমাদের জানার আছে?’ আর আবার কী! এটি ভাবছি, স্যার বলে উঠলেন, ‘আমার একজন বান্ধবী আছে… আছে না?’ চোখ মিটমিট করে তাকালাম, তখন স্যার বললেন, ‘আমার ওয়াইফ, আমার ওয়াইফের কথা বলছি।… আচ্ছা, আমাকে তোমরা যা ইচ্ছা প্রশ্ন করো।’

একজন প্রশ্ন করল, ‘স্যার, আমার প্রশ্ন হলো, ওদিকে (মেয়েদের দিককার কথা) সবগুলো ফ্যান চালু, আর আমাদের এদিকে তিনটা ফ্যান বন্ধ কেন?’

একটা ছোটখাটো হাসির রোল পড়ল।

Series Navigation<< ইমনের সঙ্গে পরিচয়ছেলে ও মেয়ে বনাম ছাত্ররা এবং খুকুমণির কবিতা >>
এই রচনাটি ‘কলেজিং’ সিরিজের একটি অংশ। মোট 9 অংশে বিভক্ত এই সিরিজটি। বর্তমান অংশটির ক্রমিক হলো 7। হ্যাপি রিডিং!

Related Articles

Back to top button
error: উঁহু, কপি করতে চান নাকি!