অনুভূতি

এই অশান্ত সমুদ্র

মাসউদ আহমাদ

এই অশান্ত সমুদ্রকেও বড় শান্ত বলে মনে হয়। দুনিয়ার যে অশান্তি, তা এখানে দাঁড়ালে মনে হবে মিটে গেছে। উউউহ! ঠান্ডা বাতাস। শরীর জুড়িয়ে যায়। জান্নাতের শান্তির একঝলক যেন হৃদয়ে অনুভব করি। এই পাথুরে জমিতে আছড়ে পড়া ঢেউগুলো মোকাবেলা করতে মন চায়। মন চায় ওই উঁচু পাহাড়চূড়ায় বসে দেখি সূর্যোদয়-সূর্যাস্ত। কিংবা ওই বাঁকা গাছটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি দিনের পর দিন। আকাশের লালিমা যেন জীবনের ছবি। এই নীল নীল জলরাশি যেন জীবনের বিক্ষুব্ধ সময়।

Back to top button
error: উঁহু, কপি করতে চান নাকি!