
২২ মে ২০১৭
মোবাইল করার পর হুজুর জিজ্ঞেস করলেন রমজানের পর আমি কী করব। বললাম, ‘জানি নাহ।’ তিনি হাসলেন কিছুক্ষণ। তারপর বললাম, ‘আমি তো অ্যাপ্লাই করেছি কলেজে।’ জিজ্ঞেস করলেন, ‘কোন কলেজ? করটিয়া?’ আমি কলেজে ভর্তি হওয়ার জন্য দরখাস্ত করেছি এ কথা বলে জিহ্বায় কামড় দিয়েছিলাম। মুহূর্তে ভাবনায় পড়ে গিয়েছিলাম, বলে তো ফেললাম, এখন না জানি তিনি কী বলেন। আর বললেন এই।
‘একটি বড় মাকড়সা…’ হুজুর বলতে শুরু করলেন। আমি ভাবলাম, নিশ্চয়ই গল্প বলবেন!
‘মাকড়সার কাজ দেখছি।…’ ও আচ্ছা। ‘…আপনার সাথে কথা বলছি, আর…’ আমার হাসি পেল। তবে শব্দ করলাম না। ‘…দেখছি। বেশ বড় জাল। কয়েকটা পোকা আটকা পড়েছে। দেখছি কীভাবে পোকাগুলোকে কাবু করছে মাকড়সা। পোকাগুলো ছুটতে তো পারবেই না, নিজেদের আরও জালের মধ্যে পেঁচিয়ে নিচ্ছে…। আচ্ছা, তোমার আব্বার সাথে ভালো করে পরামর্শ করো।’ কলেজে ভর্তির ব্যাপারে।